ফেসবুকের তথ্যসূত্র করোনা ডটগভ ডটবিডি

২৪ এপ্রিল, ২০২০ ১৩:০৩  
করোনাভাইরাস বিষয়ে বাংলাদেশের মানুষকে সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য দিতে ইনফরমেশন সেন্টার চালু করেছে ফেসবুক। আর এই সেন্টারে তথ্যসূত্র হিসেবে যুক্ত করা হয়েছে বাংলাদেশের আইসিটি বিভাগ থেকে পরিচালিত করোনা ডটগভ ডটবিডি (corona.gov.bd) ওয়েবসাইটকে লিঙ্ক। এর নিচেই রয়েছে করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে কি কি সাধারণ বিষয়গুলো মেনে চলতে হবে তার টিপস। একই সঙ্গে ঘরে থেকে শরীরচর্চা করার কিছু টিপসও সেখানে দেওয়া হয়েছে এখানে। এছাড়াও পেজটির ডানপাশের কলামে স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক ও ওয়েবসাইট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেসবুক ও ওয়েবসাইট থেকে সরাসরি তথ্য জানাতেও লিঙ্ক দেওয়া হয়েছে। প্রকাশ করা হচ্ছে ইউনিসেফ প্রকাশিত সাম্প্রতিক পোস্টগুলো।